চাচার কোটি টাকার জমি দখলে যুবলীগ সম্পাদকের সাইনবোর্ড

0
74

বি,এম হাবিব উল্লাহ, চকরিয়া(কক্সবাজার)প্রতিনধ-কক্সবাজারের চকরিয়ায় চাচার কোটি টাকার জমি জবর দখলের চেষ্ঠায় চকরিয়া পৌর যুবলীগ সম্পাদেকর সাইনবোর্ড টাঙ্গানো নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রয়ার সৃষ্ঠি হয়েছে। বিষয়টি নিয়ে চকরিয়া পৌর শহরে দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে খুন খারাবি সহ বড় ধরনের একটি ঘটনার সুত্রপাত হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এ নিয়ে জমির প্রকৃত মালিক চাচা আহমদ রেজা থানায় অভিযোগ দেয়ায় ভাতিজা যুবলীগ এর পৌর সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল প্রকাশ্যে পুলিশের সামনে তাকে প্রানে হত্যারও হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিন পুলিশ সরজমিন আসলেই এ হুমকি দেয় বলে জানা যায়। গতকাল ১৬ জুলাই সকাল ১১টায় চকরিয়া সাংবাদিক ফোরামের অফিসে এসে সাংবাদিকদে আহমদ রেজা জানান, তাদের পৈত্রিক জমিতে সকলের সমান অংশ গ্রহনের ভিত্তিতে হোয়াইট স্টোন নামের একটি ডেভেলফম্যান্ট কোম্পানীর আওতায় সমুহ জমিতে অনেকদিন আগে থেকেই শপিং মার্কেটের নির্মান কাজ চলছে। পার্শ¦বর্তী অবশিষ্ট কিছু জমি আহমদ রেজার একক থাকায় এবং দিন দিন জমির মুল্য বেড়ে যাওয়ায় লোভের বশিভুত হয়ে সম্প্রতি সময়ে তার ভাতিজা সোহেল দলের নাম ভাঙ্গিয়ে অবৈধ পন্থায় যুবলীগের দলীয় কার্যালয় নাম দিয়ে একটি সাইনবোর্ডও ওখানে উত্তোলন করে বসে। সোহেলের সাথে আালাপকালে সে তার পৈত্রিক জমিতে দলীয় অফিসেই সাইনবোর্ড তুলেছে বলে দাবী করে। চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম বলেন যুবলীগ এর সু-নিদিষ্ঠ কোন অফিস নেই চকরিয়ায়। আওয়ামীলীগ ও অংগ সংগঠনের দলীয় অফিস একটিই, আর তা হলো কোট রোডের অফিস। বিষয়টি নিয়ে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন-অভিযোগের ভিত্তিতে বিরুধীয় জমি থেকে দলীয় সাইনবোর্ড অপসারন করা সহ বিরুধ নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।