চান্দগাঁওয়ে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার এক

0
109

Captureনগরীর চান্দগাঁও থানার খাজা রোড সংলগ্ন মনির বাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ গোফরান হোসেন(২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার সকা ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোফরান হোসেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্ডি এলাকার মৃত নূরুল আফছারের ছেলে।

উদ্ধারকৃত ভিওআইপি সরঞ্জামের মধ্যে রয়েছে- দুটি পুরাতন ১২ ভোল্টের হামকো ব্যাটারী, একটি গেটওয়ে পুরাতন মেশিন, ১৬টি পুরাতন জিএসএম ছোট এন্টিনা, একটি জিএসএম গেটওয়ে পুরাতন ৩২ পোর্ট এর মেশিন, একটি পুরাতন অপটিক্যাল কনভার্টার, একটি পুরাতন ইউপিএস-আইপিএস, একটি পুরাতন টিপি লিংক রাউটার, দুটি পুরাতন ইথারনেট কনভার্টার, বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫০টি সিম ইত্যাদি।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার খাজা রোড সংলগ্ন মনির বাড়ীর হাজি আবু তাহের মঞ্জিল এর ৩য় তলায় অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ভিওআইপি সরঞ্জামের আনুমানিক মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা।’