চামড়া পাচার রোধে রেড অ্যালার্ট জারি

0
89

যশোরের বেনাপোল ও পুটখালী সীমান্ত পথে চামড়া পাচার রোধে রেড অ্যালার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুর থেকে এ রেড অ্যালার্ট জারি করা হয়।

বিজিবির টহল২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম জানান, কুরবানির ঈদে পশুর চামড়া ভারতে পাচারের আশঙ্কা থাকে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পাচারকারীরা বেনাপোল সীমান্ত পথ ব্যবহারের চেষ্টা করে।

এ জন্য আগে থেকেই পাচার প্রতিরোধে এ সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা (রেড অ্যালার্ট) গ্রহণ করা হয়েছে। যতদিন পর্যন্ত চামড়া পাচারের আশঙ্কা থাকবে ততদিন পর্যন্ত এ সীমান্তে রেড অ্যালার্ট বলবৎ থাকবে। আশা করছি চোরাকারবারীরা কোনোভাবেই চামড়া পাচার করতে পারবে না।

এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল সীমান্তের সবচেয়ে বড় পাচার রুট বেনাপোলের পুটখালী সীমান্ত। এ সীমান্ত তদারকিতে রয়েছেন খুলনা ২৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম।

অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, পুটখালী সীমান্ত পথে চামড়া পাচার প্রতিরোধে কমপক্ষে ১৫ দিন সর্বোচ্চ সতর্কতা থাকবে। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় মাইকিং করে এলাকাবাসীকেও সজাগ থাকতে বলা হয়েছে। –