চার দফা দাবিতে চুয়েট কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা

0
71

চার দফা দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। একই দাবিতে ক্লাশ বর্জনও তারা।

সোমবার সকালে শিক্ষার্থীরা এ স্মারকলিপি দেয়।

কর্তৃপক্ষের হয়ে স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি ছাত্রকল্যাণ পরিচালক মো. মঈনুল ইসলাম, নিরাপত্তা উপদেষ্টা ড. কাজী দেলোয়ার হোসেন ও সহকারি অধ্যাপক মুহাম্মদ রাশেদুল হাসান ।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিদ্যুৎ বিভ্রাট নিরসন, পানি সমস্যার সমাধান, ওয়াইফাই সমস্যার সংষ্কার এবং ক্যাম্পাস এলাকা পরিস্কার করে সাপ ও মশার উপদ্রব কমানো।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২ থেকে তিন সপ্তাহ যাবৎ বিদ্যুতের সমস্যা প্রকট আকার ধারণ করেছে । একইসঙ্গে আবাসিক হলগুলোতে বিশুদ্ধ খাবার পানি পাওয়া যাচ্ছে না।

স্মারকলিপিতে বলা হয়, অবিলম্বে এ সকল সমস্যার সমাধান না হলে আগামিতে ক্লাস বর্জন, ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।