চালকের দণ্ড, ৭ বাস মালিককে জরিমানা

0
101

দুই বছর আগেই মেয়াদোত্তীর্ণ হওয়া ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাস চালানোর দায়ে মো. আবদুল জাব্বার (৪০) নামে এক চালককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আবদুল জাব্বার ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মো. ইউনুস খানের ছেলে। তিনি মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে ৩ নম্বর রুটের চট্টমেট্রো ছ ১১-১৪৩৭ নম্বরের বাস চালাচ্ছিলেন।

একই অভিযানে গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া, রুট পারমিট এবং ফিটনেসবিহীন যানবাহন চালানোর দায়ে ৭ বাস মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ অক্টোবর) নগরের অক্সিজেন মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।

তিনি জানান, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অক্সিজেন মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক চালককে ১ মাসের কারাদণ্ড এবং ৭ বাস মালিককে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।