চালু হলো ফেইসবুক পে

0
263

সোশ্যাল মিডিয়া ফেইসবুক যুক্তরাষ্ট্রে একটি নতুন পেমেন্ট সার্ভিস চালু করেছে। এর নাম দেয়া হয়েছে ফেইসবুক পে।

ইউনিফাইড পেমেন্ট সার্ভিসটি ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেইসবুকের মূল অ্যাপে কাজ করবে।

ফেইসবুক পে ব্যবহার করে অন্যান্য ফেইসবুক ব্যবহারকারীর কাছে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন করা যাবে। লেনদেন সম্পন্ন করতে এতে ডেবিট বা ক্রেডিট কার্ড নম্বর অ্যাড করতে হবে। নিরাপত্তা নিশ্চিতে যুক্ত করতে হবে পিন বা বায়োমেট্রিক ছাপ।

শুধু ফেইসবুকে নাকি ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামেও ফেইসবুক পে ব্যবহার করতে চান ব্যবহারকারীকে তা নির্ধারণ করে দিতে হবে। তবে শুরুতে শুধুমাত্র ফেইসবুক ও ম্যাসেঞ্জারে এই সেবা মিলবে। পরে ফিচারটি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে।

সেবাটির মাধ্যমে সহায়তা প্রদান, ইনগেইম পার্চেস, ইভেন্ট টিকেট, ব্যক্তিগত লেনদেন ও ফেইসবুক মার্কেট প্লেসের পেইজে কেনাকাটা করতে ব্যবহার করা যাবে।

ফেইসবুক জানিয়েছে, নতুন এই সার্ভিস ব্যবহারকারীর কিছু তথ্য সংগ্রহ করবে। যেমন পেমেন্ট সিস্টেম, ডেট, বিলের যাবতীয় হিসাব ও কনট্যাক্টসের তথ্য। এসব তথ্য নিয়ে ব্যবহারকারীকে নির্দিষ্ট ধরণের বিজ্ঞাপন দেখানো হবে।