চাষী কল্যাণ সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

0
79

নৈতিক অবক্ষয়ে যুব সমাজকে রক্ষার জন্য চাষাবাদ প্রদ্ধতি প্রশিক্ষন জরুরী

বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল বড়পুলে মহানগর সভাপতি মাষ্টার হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, অলিউর রহমান, হাফেজ মোজাজফ্ফর আহমদ, আমীর হোসেন বদী, রেজাউল করীম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চাষী কল্যাণ সমিতি শুধুমাত্র চাষীদের নিয়ে কাজ করে তা নয়। চাষী কল্যাণ সমিতি অবহেলিত, বঞ্চিত, খেটে খাওয়া মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, বর্তমান নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য চাষী কল্যাণ সমিতি তরুন প্রজন্মকে কাজে লাগিয়ে নতুন নতুন চাষাবাদ প্রদ্ধতি প্রশিক্ষনের ব্যবস্থা করেছে।
সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, চাষীদের নৈতিক মান উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শিক্ষা দান, অল্প জমিতে অধিক ফলন, ছাদে বাগান ও বাসা বাড়ীর আঙ্গিনায় খামার গড়ে তোলার দক্ষ জনশক্তি তৈরীতে চাষী কল্যাণ সমিতি অগ্রণি ভুমিকা পালন করে আসছে। তিনিব চাষী কল্যাণ সমিতির সকল কাজে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।