চিটাগাং চেম্বারে নির্বাচিত যারা

0
103

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ মেয়াদে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) দুপুর ১২টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান শাহজাদা ফৌজুল মবিন খানের সভাপতিত্বে ও এ কে এম আক্তার হোসেনের পরিচালনায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মাহবুবুল আলম সভাপতি, ওমর হাজ্জাজ সিনিয়র সহ-সভাপতি ও তরফদার মো. রুহুল আমিন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ।পরিচালক নির্বাচনের লক্ষ্যে ২১ মার্চ ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা ৫ মে বেলা ১ টায় শেষ হয়। এ সময়ের মধ্যে অর্ডিনারী ক্যাটাগরীতে ১২টি পদের বিপরীতে ১৪জন প্রার্থী, এসোসিয়েট গ্রুপে ৬টির বিপরীতে ৬জন, টাউন এসোসিয়েশন গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়।

পরবর্তীতে ১৯ মে মনোনয়ন প্রত্যাহারে শেষ দিনে অর্ডিনারী ক্যাটাগরীতে ২ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় নির্বাচন বোর্ড অন্যান্য প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।