চিলিতে ৮.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প,৫জন নিহত,সুনামির সতর্ক বার্তা জারি

0
72

চিলিতে ৮.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প1ল্যাটিন আমেরিকাভুক্ত দেশ চিলিতে ৮.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক ৫জনের নিহত ও তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। এ ছাড়া এতে কোনো কোনো এলাকায় আগুন ধরে যায়।

এর পর পরই সুনামির সতর্ক বার্তা জারি করা হয়েছে।

ইউএসজিএস সার্ভে জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় চিলির উপকূলীয় বন্দর ইকুয়িক ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটি জানায়, উপকূলীয় বন্দর ইকুয়িক থেকে ৬২ মাইল উত্তর-পশ্চিমে সমুদ্রগর্ভের ১২.৫ মাইল গভীরে ভূমিকম্পটি কেন্দ্রটি অবস্থিত।

ভূমিকম্পের পর পরই কর্তৃপক্ষ ইকুয়িক বন্দর শহরের সবাইকে শহর ছেড়ে চলে বলেছে। তবে সে ক্ষেত্রেও সতকর্তা অবলম্বন করতে বলা হয়েছে।
chile_earthquake
ভূমিকম্পের পর দ্য প্যাসেফিক সুনামি ওয়ার্নিং সেন্টার চিলি ও পেরু উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে।

ইকুয়েডর এলাকার জন্য যে সুনামি সতর্কা বার্তা জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। তবে কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া ও এল-সালভেদরের কাছাকাছি অঞ্চলে সুনামির ঢেউ লক্ষ করা গেছে।

এদিকে, চিলির দুর্যোগ ব্যবস্থাপনা ও জননিরাপত্তামন্ত্রী এক টুইটার বার্তায় বলেছেন, ছয় ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

অপরদিকে, চিলির নৌবাহিনী থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের ৪৫ মিনিটের সময়ের মধ্যে উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত হানতে পারে।

ইউএস প্যাসেফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সুনামির ঢেউ ছয় ফুট উচ্চতার হওয়ার সম্ভাবনা রয়েছে।