চুয়েটে মসজিদ নির্মাণ করবে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন

0
105

চুযেটে মসজিদ নির্মাণশফিউল আলম, রাউজানঃ চুয়েটে মসজিদ নির্মন করবে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন, প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু রেজা মোঃ নিজামউদ্দিন নদভী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদ নির্মানের জন্য মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া – লোহাগাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মোঃ নিজামউদ্দিন নদভী । ২১ আগষ্ট রবিবার চুয়েটে মসজিদ নির্মানের স্থান পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর ড, অধ্যাপক রফিকুল ইসলাম, রেজিষ্টার অধ্যাপক ড. ফারুক উজ-জামান চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ । ৩ কোটি টাকা ব্যয়ে এই মসজিদের নির্মান কাজ শীঘ্রই শুরু করা হবে বলে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান। এ উপলক্ষে চুয়েটের প্রধান কনফারেন্স কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মোঃ নিজামউদ্দিন নদভী বলেন, চুয়েট চট্টগ্রামের গর্ব । অত্যন্ত সবুজে সুন্দর পরিবেশে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান । বাংলাদেশের অন্যতম শীর্ষ এই উচ্চ শিক্ষা প্রতিষ্টানে আমরা একপি মসজিদ নির্মানে আগ্রহী ।এই লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসাবে মসজিদ নির্মানের প্রস্থাবিত স্থান পরিদর্শন করে যাচ্ছি । মসজিদটি নির্মানের জন্য চুয়েট কতৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে । এসময়ে চুয়েটের ভাইস চ্যান্সেলর ড, অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মোঃ নিজামউদ্দিন নদভী দীর্ঘ এক যুগের ও বেশী সময় ধরে বিভিন্ন অবকাঠামো নির্মান, ব্যাপক উন্নয়নমুলক কর্মকান্ড সহ সমাজ সেবায় অনন্য অবদান রেখে আসছে । এরই ধারাবাহিকতায় আমরা বহুল প্রত্যাশিত চুয়েট আবাসিক মসজিদ নির্মানের জন্য অনুরোধ করলে তাতে সম্মতি প্রদান করেন । এতে আমরা কৃতজ্ঞ