চৌমুহনীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন চীনা দম্পতি

0
44

বেড়াতে এসে চট্টগ্রাম শহরের চৌমুহনী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক চীনা দম্পতি। মঙ্গলবার সকালে রিকশায় করে বেড়ানোর সময় দুষ্কৃতকারীরা ওই দম্পতির কাছে থাকা ব্যাগ টেনে নিয়ে চলে যায়।

ওই ব্যাগের মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছাড়াও নগদ দুই লাখ টাকা, এক হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই দম্পতি।

ঘটনার পর শহরের ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম মহিউদ্দীন সেলিম সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে চৌমুহনী এলাকার একটি হোটেলে উঠতে সকালেই এখানে আসেন ওই দম্পতি। পরে হোটেলের রুম পছন্দ না হওয়ায় সেখান থেকে অন্য আরেকটি হোটেলে যাচ্ছিলেন তারা। পথে দেওয়ান হাট এলাকায় ছিনতাইয়ের শিকার হন তারা। ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

গত জুনের ২২ তারিখে চট্টগ্রামের খুলশি এলাকা থেকে একই কায়দায় ছিনতাইয়ের শিকার হন এক যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি এশিয়ান উইমেন ইউনিভার্সিটেতে পড়ান। গোয়েন্দা পুলিশের একটি দল ছিনতাইকারীকে আটক করে। এদিন চাঁদগাঁও এলাকা থেকে সেই অটোরিক্সাটিও আটক করা হয়।