ছাত্রলীগ নেতা তায়েফুল প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত

0
101

প্রতিপক্ষের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তায়েফুল হক তপু গুরুতর আহত হয়েছে।

%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9fশনিবার (২৯ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রব হলের ঝুঁপড়িতে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তায়েফুল হক তপু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কয়েকজনকে নিয়ে রব হলের ঝুঁপড়িতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৮/১০ জন মুখোশধারী এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তপুর মাথায়, ঘাড়ে,হাতেসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তপুকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলাকারীরা ছাত্রলীগের বগিভিত্তিক পক্ষ বাংলার মুখের অনুসারী বলে অভিযোগ করছেন তপু যে পক্ষের অনুসারী সেই পক্ষের নেতাকর্মীরা। তবে এ বিষয়ে বাংলার মুখের কারও বক্তব্য পাওয়া যায় নি।

এদিকে ঘটনার পর পরেই তপুর পক্ষের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন। তারা এ সময় বাংলার মুখ পক্ষের নেতাকর্মীদের খুঁজতে থাকেন। এ নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ তপুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।