ছাত্রসেনার বোয়ালখালী পৌরসভার প্রশিক্ষণ কর্মশালা

0
87

৯ অক্টোবর সোমবার সকাল ৮ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী পৌর সভার প্রশিক্ষণ কর্মশালা বোয়ালখালীস্থ কাজী ছগীর (রহ:) এবতেদায়ী মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
পৌরসভা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ সাইফুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রধান প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা জি.এম শাহাদত হোছাইন মানিক। মুহাম্মদ রাশেদুল আলম ইফতির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নুরুল ইসলাম হিরু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মুহাম্মাদ নাজিম উদ্দীন সওদাগর, দপ্তর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম,যুবনেতা মুহাম্মদ সেকান্দর মিয়া সওদাগর।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নেতৃত্ব একটি মহান দায়িত্ব। ইসলামী সংগঠনে নেতা হচ্ছে জনগণের খাদেম। তাই নেতাকে লৌকিকতা বর্জন করতে হবে, এখলাস বা নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক সন্ত্রাসের মূল কারণ নেতাদের মধ্যে নৈতিকতা নাই। ব্যক্তি ভিত্তিক অনুসারী গড়ে তুলে সংগঠনের চেয়ে নিজে বড় প্রচার করার প্রয়াস পায়। যা সংগঠন, দেশ, জাতি সর্বোপরি রাষ্ট্রের জন্য অশুভ। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বর্তমানে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি একটি ব্যতিক্রমী পাঠশালা। ছাত্রসেনার কর্মনীতি ও গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেক কর্মীকে সমর্থক, অনুগামী, সহগামী ও সভ্য এ চারটি স্তরে নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী জাতীয়-আন্তর্জাতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন বিষয়ে অনুশীলন করে পরীক্ষার মাধ্যমে উন্নীত হন। তাই বর্তমানে রাজনৈতিক সন্ত্রাস ও শিক্ষাঙ্গণে অসুস্থ রাজনীতি চর্চা বন্ধে ছাত্রসেনার বিকল্প নাই।
প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জাহিদুল হক। বিশেষ বক্তা ছিলেন ছাত্রনেতা মুহাম্মদ মোরশেদুল আলম, মুহাম্মদ আবদুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালি পৌরসভা যুবসেনার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেন সোহেল, মুহাম্মদ রবিউল হোসেন, মিজানুর রহমান, মুহাম্মদ রবিউল করিম, আইয়ুব খান পাভেল, মুহাম্মদ সোহরাব হোসেন, মুহাম্মদ মামুন উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন,মুহাম্মদ মন্জুর মোর্শেদ মুন্না, মাওলানা মুহাম্মদ আবদুর রশিদ, মুহাম্মদ মোস্তাফা কামাল, মুহাম্মদ আসিফ উদ্দিন পারভেজ, মুহাম্মদ আব্দুর কাদের, মুহাম্মদ রাশেদুল ইসলাম,মুহাম্মদ রবিউল আলম,মুহাম্মদ সাইবুর রহমান, মুহাম্মদ জিয়াউদ্দিন রানা প্রমুখ।