ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় ভবন

0
55

শফিউল আলম, রাউজান ঃ মাটির গুদাম ভেঙ্গে চারতল বিশিষ্ট নির্মান করা হচ্ছে রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় ভবন। রাউজান উপজেলা সদরে অবস্থিত রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় । ১৯৬৬ সালে সুলতান পুর এলাকার শিক্ষানুরাগী সমাজ সেবক মাওলনা ছালামত উল্লাহ এক একর জমি দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্টা করেন । স্কুলের প্রতিষ্টালগ্নে বাশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে তিনটি কক্ষে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয় । পরে বাশের বেড়া টিনের ছাউনি যুক্ত পাঠদানের কক্ষ ভেঙ্গে মাটির গুদাম তৈয়ারী করে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলে । গত এরশাদ সরকারের শাসন আমলে তৎকালীন মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু একটি একতলা বিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মান করে দেয় । পরে স্কুলের নিজস্ব ফান্ড থেকে একাটি ভবন নির্মান করা হয় । স্কুলের ফান্ড থেকে নিমিত ভবনের ২য় তলা ভবন ও ভবনের টাইলস করে দেয় মরহুম সাইফউদ্দিন কাদের চৌধুরী । স্কুলের শিক্ষাথী বেশী হওয়ায় পাকা ভবনে অল্প পরিমান শিক্ষার্থীকে পাঠদান করানো হতো । অবশিষ্ট শিক্ষার্থীদের মাটির গুদাম ঘরে পাঠা দান করানো হতো । গত ২০১৬ সালের ২৪ নভেম্বর স্কুল পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেয় সাইফুল ইসলাম চৌধুরী রানা । সাইফুল ইসলাম চৌধুরী রানা দায়িত্ব নেওয়ার পর মাটির গুদাম স্কুল ভবন ভেঙ্গে ফেলে দিয়ে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী সার্বিক সহায়তায় নির্মান করা হয় এবি এম ফজলে করিম চৌধুরী ভবন । নব নির্মিত এবি এম ফজলে করিম চৌধুরী ভবনটি গত ৬ জানুয়ারী শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উদ্বোধন করেন । নব নির্মিত এবি এম ফজলে করিম চৌধুরী ভবনের ৪ তলার নির্মান কাজ এখনো চলছে । স্কুলের আরো একটি একাডেমিক ভবন নির্মান করা হবে জানিয়েছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানা । এছাড়া ও স্কুলের পার্শ্বে জমি ভরাট করে ২৮ শতক আয়তনের একটি মাঠ তৈয়ার করা হয়েছে । স্কুলের একটি ভবন জনগনের চলাচলের ব্যস্ততম সড়কের একপার্শ্বে ও নব নির্মিত ভবনটি আর একপার্শ্বে হওয়ায় শিক্ষার্থীরা ও শিক্ষককেরা সড়ক পার হয়ে চলাচল করতে হয় । তা থেকে নিরসনের জন্য নব নির্মিত এবি এম ফজলে করিম চৌধুরী ভবন থেকে সড়কের অপর পার্শ্বে স্কুল ভবনে যাতায়াতের জন্য একাট ফ্লাইওভার নির্মান করা হবে ।স্কুলের সীমানা প্রাচীর ও তোরণ নির্মান করা হবে বলে ও জানান স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানা । রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বণিক বলেন, স্কুলের শিক্ষার্থীর সংখা বর্তমানে ৭শত ৫০ জন । গত ২০১৭ সালের এস এস সি পরিক্ষায় পাশের হার ৭৪ শতাংশ । গত ২০১৭ সালের জে এস সি পরিক্ষায় পাশের হার ৮৫ শতাংশ । এবারের এস এস সি পরিক্ষায় ১শত ৩৫ জন পরিক্ষার্থী পরিক্ষা প্রদান করছেন । স্কুলে শিক্ষকের সংখা ১৭ জন কর্মচারী সংখা ৫ জন । রাউজান উজেলা সদরের মধ্যে অবস্থিত রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় এর অবকাঠামোগত উন্নয়ন হওয়ায় এলাকার সাধারন মানুষ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানার প্রতি কৃতজ্ঞতা জানান ।