ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

0
98

সেলিম উদ্দীন,কক্সবাজার। কক্সবাজার সদরের ঝিলংজা পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় মায়ের উস্কানীতে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত সোমবার (১২ নভেম্বর) দিনগত রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। নিহতের নাম ছব্বির আহমদ (৩৫)। তিনি পেশায় বনফুলের ভ্যানগাড়ি চালক। ঘাতক ছেলে মো. রাসেল পালিয়ে গেছে। স্ত্রী শারমিন আক্তারকে আটক করেছে এলাকাবাসী। নিহতের ছোট ভাই রমিজ আহমদ জানান, তুচ্ছ বিষয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এ সময় স্ত্রী শারমিন আক্তারের উস্কানিতে বড় ছেলে রাসেল পিতাকে ছুরিকাঘাত করে। তাতে পিতা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল পাঠায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ছব্বির আহমদের মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ ঘটনার বিষয়ে জানান, স্বামী-স্ত্রীর বিরোধের কারণে মর্মান্তিক ঘটনাটি ঘটলো। এলাকাবাসীর ভাষ্য মতে মায়ের উস্কানীতে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে। প্রশাসন তদন্ত করলে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে বলে জানান তিনি। ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশকে খবর দেয়া হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, এলাকাবাসী মুঠোফোনে খবর জানিয়েছে। সরেজমিন তদন্তের মাধ্যমে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।