ছেলে ধরা সন্দেহ আর গুজবে কান দিবেন না

0
116

পুলিশে খবর দিন-পেকুয়ার ওসি জাকির হোসেন ভূঁইয়া

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন স্কুল অার মাদ্রাসায় গণসচেতনতা মূলক সভা করেছে পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া।

সারাদেশে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে মারধর ও নিহতের হওয়ার প্রেরিক্ষিতে মঙ্গলবার দুপুরে সচেতনতা মূলক এ উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী ওসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

বিকাল টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়, টইটং উচ্চ বিদ্যালয় ও বটতলি শফিকীয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, কোন ধরণের গুজবে কান দিবেন না। অাইন নিজের হাতে তুলে নিবেন না। কোন পুরুষ মহিলার প্রতি যদি অাপনাদের সন্দেহ হয় সাথে সাথে পুলিশে খবর দিন। অামরা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিব। কোন মানুষকে গণপিটুনি ও অাঘাত না করার জন্য অামি অাহ্বান জানাচ্ছি।

তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, অাপনারা যেখানে এরকম কোন খবর পাবেন দ্রুত অামাকে জানাবেন। অামার পুলিশ অাপনাদের সহযোগীতা করতে অামরা প্রস্তুত। প্রতিটি মানুষের কাছে অামার বার্তাটি পৌছে দেয়ার অাহ্বান জানাচ্ছি।