ছোট শিশুদের সাতার শেখাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার

0
48

 

শফিউল আলম, রাউজান :রাউজানে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা বৃদ্বি হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজার ব্যক্তিগত উদ্যোগে তার সরকারী বাসভবনের পুকুরে এলাকার শিশুদের সাতার শেখানো হচ্ছে । রাউজানের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা এই উদ্যোগ নিয়েছেন । প্রতি সাপ্তাহের শুক্রবারে সকালে উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা তার সরকারী বাসভবনের পেছনের পুকুরে নিজে পুকুরের পানিতে নেমে রাউজান ফায়ার ষ্টেশনের কর্মচারীদের নিয়ে এলাকার ছোট ছোট শিশুদের সাতার কাটা শেখাচ্ছেন । ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে এলাকার ৫০ জন শিশুকে পুকুরের পানিতে সাতার কাটানো শেখানোর সময়ে সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা নিজে পুকুরে নেমে কয়েকজন ফায়ার ষ্টেশনের কর্মচারীকে নিয়ে সাতার কাটা শিখতে আসা শিশুদের সাতার শেখাচ্ছেন । এই প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা বলেন, সম্প্রতি রাউজান ইংলিশ স্কুলের এক শিক্ষার্থী পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় আমাকে ব্যতিত করে তোলে । এই ঘটনার পর আমি আমার সরকারী বাসভবন ফুলঝুড়ির পেছেনের পুকুরে নিজ উদ্যোগে এলাকার শিশুদের প্রতি শুক্রবার সাতার কাট শেখানোর ব্যবস্থা গ্রহন করেছি । শিশুদের সাতার কাটা শেখাতে আমি পুকুরে নেমে শিশুদের সাতার কাটা শেখাতে আনন্দ পায় ।