‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে’

0
52

রুখে দাঁড়াতে হবে
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী বলেছেন একটি বিরূপ পরিস্থিতিতে বাঙালির স্বশাসন প্রতিষ্ঠায় ৬ দফাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ঝুঁকি নিয়ে পালন করেছে ছাত্রলীগ। কেননা বঙ্গবন্ধুর ঘোষণার সময় তৎকালীন আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতারা বঙ্গবন্ধুর পাশে ছিলেন না। ৬৬ সালের ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম লালদীঘি ময়দানে বঙ্গবন্ধু জহুর আজিজকে সাথে নিয়ে প্রথম প্রকাশ্যে ৬ দফার ঘোষণা দেন। সেদিন অনেক ঝুকি আওয়ামী লীগ ছিল প্রতিপক্ষ। তারপরও ছাত্র সমাজ বঙ্গবন্ধুর পাশেই ছিলেন। আমরা পরাভব মানিনি, তিনি আরো বলেন আজও বাংলাদেশে বাঙালির জাতি সত্তার শত্রুরা টার্গেট কিলিং করে মুক্ত চিন্তার ব্লগার, শিক্ষক, সাংবাদিক, পীর, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের হত্যা করা হচ্ছে। অতি সম্প্রতি জঙ্গিবাদি ঘাঁটি নির্মূলের অগ্রনায়ক শীর্ষ পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রীকে প্রকাশ্যে পরিকল্পিতভাবে হত্যা করে বাঙালি জাতিসত্তাকে হুমকি দিয়েছে। এই হুমকির মোকাবেলায় আমাদেরকে প্রতি পাড়া-মহল্লায় জামায়াত-শিবিরের অস্তিত্ত্বের শিকড় উৎপাটনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আজ সকালে ঐতিহাসিক ৭জুন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত চট্টগ্রাম জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের আওয়ামী পরিবারের কেউ যদি জামায়াত-শিবির করে তার দায়-দায়িত্ব নিতে হবে। এখন আমাদের ঘরে অনেক মহিলারাই ধর্মীয় বাতাবরণে বিভ্রান্ত। আমি জানিনা, আমাদের পরিবারের সদস্যরা নৌকায় ভোট দেন কিনা। মহিলারা অবশ্যই ধর্মভিরু, কিন্তু লক্ষ্যণীয় যে তাদের ভোট প্রগতিশলীতার পক্ষে নয়। একজন আওয়ামীলীগ নেতা বা কর্মীর ঘরে কিভাবে বিএনপি-জামায়াতের অস্থিত্ত্ব হতে পারে সেটা ভেবে রাখতে হবে। হয়ত বা ঘটনাচক্রে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। প্রথমত: তাদেরকে বোঝাতে হবে, নইলে বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হবো। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা আওয়ামীলীগের ১৩ মার্চ অনুষ্ঠিত কার্যকরী কমিটি গৃহীত হয়। এর আগে আওয়ামীলীগের মধ্যেই ৬ দফাপন্থীরা ছিল সংখ্যালঘু। সে সময় ছাত্রলীগের সভাপতি মাজাহেরুর হক বাকী ও আবদুল রাজ্জাক বঙ্গবন্ধুকে ভরসা যুগিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে ডাকা ছাত্রলীগের জরুরী সভায় ৬ দফাকে অনুমোদন দেওয়া হয়। এরপর ঐবছরে আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় প্রবল বিরোধিতা স্বত্তেও ৬ দফা অনুমোদিত হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুকি নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং জাতীয় উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন তা আমরা অনুধাবন করতে পারছি না। তাঁর পিতার মতোই তিনি বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন। এই নেতৃত্বের পাশে আমাদেরকে তাঁর ঝুঁকিপূর্ণ রাজনৈতিক দায়বদ্ধতায় একটি অগ্রবর্তী বাহিনী হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর প্রতিটি নেতাকর্মী সহযোদ্ধা হবে-এই অঙ্গীকার আমি আমার দলের নেতাকর্মীদের কাছে চাই। আমি আরও চাই দলের আর্দশিক সহযোদ্ধারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা এই বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি স্বাধীন জাতিসত্তা হিসেবে প্রতিষ্ঠিত করার আকাঙ্খাকে যারা হরণ করছে তাদের বিরুদ্ধে এলাকাভিত্তিক প্রতিরোধ স্কোয়াড গড়ে উঠে। তাই আমাদেরকে নিজের অস্থিত্ব ও প্রয়োজনের তাগিদ থেকেই সংগঠিত করতে হবে। তিনি আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ১১ জুন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী, ১ জুলাই বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক মন্ত্রী আলহাজ্ব জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় ও অনুষ্ঠিত আলোচনা সভার পূর্বে কোরআন তেলোয়াত করেন আলহাজ্ব ফিরো আহমদ। সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, বন পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, সম্পাদকমন্ডলীর সদস্য চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, আবদুল আহাদ, মোহাম্মদ হোসেন, শহিদুল আলম, জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর, বখতিয়ার উদ্দিন খান, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, নুরুল আলম, নুরুল আবছার মিয়া, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, মোহাম্মদ জাবেদ, থানা আওয়ামী লীগের আলহাজ্ব নুরুল ইসলাম, ছিদ্দিক আলম, আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিএনসি স্পেশাল, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আনসারুল হক, হাসান মনসুর, শ্রমিক লীগের কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, ওয়ার্ড আওয়ামী লীগের মোহাম্মদ ইউনুস কোম্পানী, হাজী আলী বক্স, সুলতান আহমেদ, আবসার উদ্দিন চৌধুরী, আবুল কাশেম, এস.কে পাল, নূর মোহাম্মদ নুুরু, দলিল উদ্দিন, সৈয়দ মো: জাকারিয়া, মোজাহেরুল ইসলাম চৌধুরী, মোসলেম উদ্দিন, কাইসার মালিক, আবদুল মালেক, মো: ইয়াকুব, শহীদ সোহরাওয়ার্দী, ফয়েজ উল্লাহ বাহাদুর, মো: ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।