জনগণের আন্দোলনে বিলীন হয়ে যাবে আদালতের রায়

0
92

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী১৫৪ জন সংসদ সদস্যকে বৈধ আখ্যায়িত করে আদালতের দেয়া রায় জনগণের আন্দোলনে বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বলেছেন, জনগণের ভোট না নিয়ে অবৈধ নির্বাচনের মাধ্যমে ১৫৪ জন সংসদ সদস্যকে বৈধ বানিয়েছেন আদালত। এসব দিয়ে পার পাওয়া যাবে না। জনগণের আন্দোলনে তা বিলীন হয়ে যাবে। আজ বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রয়াত জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, জেনারেল এমএ জি ওসমানী ও শেরেবাংলা একে ফজলুল হক স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার, জাতীয় সংসদ, বিরোধী দল এবং নির্বাচন কমিশন সবই তামাশার বলে মন্তব্য করে বি. চৌধুরী বলেন, বর্তমান অবৈধ সরকার, নির্বাচন কমিশন ও বিরোধী দল তামাশায় মেতে উঠেছে। একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে ১৫৪টি আসনে ভোট গ্রহণ না করেই সরকার গঠন কখনোই বৈধ হতে পারে না। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, দেশে আজ আইনের শাসন নেই। তার ওপর সরকার গণতন্ত্রকে পদদলিত করছে। দিনের পর দিন মানুষ হত্যা হচ্ছে, আতঙ্কে ভুগছে মানুষ। তিনি বলেন, ৫ই জানুযারি দেশে একটি তামাশার নির্বাচন হয়েছে। ওই তামাশার নির্বাচনের কারণে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে রয়েছে। দেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অব. আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, সহ-সভাপতি সাইয়েদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।