জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় বর্তমান সরকারের ভিত্তি দুর্বল-নোমান

0
68

জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় বর্তমান সরকারের ভিত্তি দুর্বল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের ভিত্তি দুর্বল। একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি।’

শনিবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত বিএনপি নেতাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নোমান বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সব দলের অংশগ্রহণে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হয়। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার এই সংজ্ঞার মধ্যে পড়ে না। এই সরকার এ জনগণের অংশীদারিত্ব নেই। অনিবার্চিত ও অগণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধতার ধার ধারে না। যা ইচ্ছা তাই করছে। সংসদকে দলীয় কার্যালয় বানানো হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেছে, নির্বাচনী ট্রেন মিস করেছে ইত্যাদি গবেষণাধর্মী আলোচনা হচ্ছে। আর স্বপ্ন দেখছে রাবার স্ট্যাম্প সংসদ ও গৃহপালিত বিরোধী দল দিয়ে ৫ বছর মেয়াদ পূর্ণ করার জন্য। গত পাঁচ বছরের শাসনামলে ৩৫ জনের সম্পদ পাহাড় সমান হয়েছে। এবার আরো ৪৯ জনকে সুযোগ দেয়া হয়েছে নির্বাচন কমিশনে প্রদত্ত সম্পদের হিসাব বৃদ্ধি করার জন্য। আওয়ামী লীগ বলে কথা! আওয়ামী লীগ নেতাদের গাড়ি-বাড়ি আর বিশাল সহায় সম্পত্তির মালিক হতে হবে। এজন্য সংবিধানের মনগড়া ব্যাখ্যা দিয়ে এ সরকার এক প্রকার জোর জবরদস্তি ক্ষমতা আকড়ে ধরে আছে।’

সাবেক মন্ত্রী নোমান বলেন, ‘জনগণের ভাষা বোঝার ক্ষমতা এই সরকারের নাই। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজপথে আরো কঠোর লড়াই করতে হবে। আরো ত্যাগ স্বীকার করতে হবে।’

সংবর্ধিত কারামুক্ত নেতারা হলেন- যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, নগর বিএনপি নেতা আফতাবুর রহমান শাহীন, মো. শাহ আলম, খোরশেদ আলম, খায়রুজ্জামান জুনু।