জব্বারের খেলাও হবে মেলাও বসবে

0
57

শতবর্ষী ঐতিহ্যবাহি জব্বারের বলি খেলার সাথে চলবে ঐতিহ্যবাহি গ্রামীণ লোকজ মেলাও। মেলা কমিটির বিশেষ অনুরোধের পর বৃহস্পতিবার বিকেলে নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল এ অনুমতি দেন।

এরআগে বুধবার সিএমপির পক্ষ থেকে সিটি করপোরেশ নির্বাচনে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় শুধুমাত্র বলিখেলা হলেও কোন মেলা বসতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। তবে এনিয়ে মেলা আয়োজক কমিটি পুলিশসহ রাজনৈতিক শীর্ষ নেতাদের কছে দৌঁড়ঝাপ শুরু করেন। অবশেষে পুলিশ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে।

সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল বলেন, ‘দুপুরে মেলা কমিটির সাথে বৈঠক করেছি। তাদের বিশেষ অনুরোধ ছিল শতবর্ষী ঐতিহাসিক মেলা ও খেলাটা যেন বন্ধ না হয়। তারা আমাদের কনভিন্স করতে পেরেছেন। ২৪ এপ্রিল মেলা শুরু হয়ে ২৬ এপ্রিল দুপুর ২টার মধ্যে মেলা শেষ করতে বলা হয়েছে। মেলা কমিটি মাইকিং করে এটা জানিয়ে দেবে বলে জানিয়েছে।’

এছাড়া মূল সড়কে মেলার নামে দোকানপাট বসিয়ে যানবাহন চলাচলে কোন ধরনের ব্যাঘাত সৃষ্টি করা যাবেনা বলে আয়োজকদের জানিয়ে দেয়া হয়েছে।