জমজমাট হয়ে উঠেছে প্রথমদিনের চট্রগ্রাম ই-কমার্স মেলা

0
102

জমজমাট হয়ে উঠেছে প্রথমদিনের চট্রগ্রাম ই-কমার্স মেলা।চট্রগ্রাম ই-কমার্স মেলার প্রথম দিনেই ব্যাপক জনসমাগমে জমজমাট হয়ে উঠেছে। বেলা ৩ টায় চট্রগ্রাম ডিসি মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে মেলার উদ্ভোদন করেন চট্রগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন প্রজন্মকে ই-কমার্সে আশার আহবান জানান এবং মেলাইয় অংশগ্রহনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় আগত দর্শনার্থী রুহুল কুদ্দুস ছোটন জানান তিনি চট্রগ্রামে আয়োজিত এ মেলায় এসে ই-কমার্স সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এবং ই-কমার্সের মাধ্যমে তিনি নিজেও পন্য বিক্রি করতে আগ্রহী।

মেলার সনি ভায়ো ল্যাপটপ, এইচটিএস ট্যাব, আরএন ট্যাব, জিওনি ব্র্যান্ডের স্মার্টফোন, ওকে ব্যান্ডের মোবাইল সহ বিভিন্ন প্রযুক্তি পন্যে ক্রেতাদের বেশ আগ্রহ দেখা গিয়েছে।

চট্রগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম গ্রাঊন্ডের শুরু হওয়া এ মেলা আগামি ৩০-০৫-২০১৫, শনিবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করে কুইজে অংশ নিয়ে জিততে পারবেন ট্যাব, স্মার্টফোন সহ বিভিন্ন উপহার।