জম্মস্থানের মাটির গন্ধটা আলাদা…

0
132

কাজী আবুল মনসুর::
Screenshot_21নিজের জম্মস্থান হাটহাজারী চিকনদন্ডীর কাজীপাড়ার মাটির গন্ধটা আলাদা। কাছে থেকেও নানা কারনে যাওয়া হয়ে উঠে না। নীরবে চলে গেলো ১৮টি বছর। এ ১৮ বছর ছিল আমার সাংবাদিক হওয়ার সংগ্রামের বছর। পাড়ার ছেলেরা রাতে ক্রিকেট খেলছে। ১০দিন ধরে চলছে ম্যাচ। তারা শুনেছে এ পাড়ারই একজন এখন সাংবাদিক। তাকে তারা দেখতে চায়। সাংবাদিকতায় আমার দেড় যুগ চলে গেলেও পাড়ার লোকজন বাপ-দাদার সূত্রে জানেন। সাংবাদিক হিসেবে নয়। প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর পাড়ার ভাতিজা আলমগির ফোন করে বললো, চাচা এবার একটু আসেন, এ প্রজম্মের ছেলেরা তো আপনার সর্ম্পকে জানে না। এখন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা নামকরা প্রতিষ্ঠানে পড়ছে। তারা আপনার কথা শুনতে চায়। তাই প্রধান অতিথি হিসেবে আপনি শেষ দিনের পুরস্কার চ্যাম্পিয়ন দলকে তুলে দেবেন। আমি তাকে সবিনয়ে বললাম, যেতে পারি এক শর্তে প্রধান অতিথি হিসেবে নয়, এমনি গিয়ে ঘুরে আসবো। কারন আমার পাড়ার মুরব্বিদের সামনে প্রধান অতিথির চেয়ার যোগ্য নয় আমার। তারা রাজি হলে গেলাম। কিন্ত আমাকে অবাক করে দিয়ে পাড়ার মুরব্বিদের নিয়ে যে সম্মান দেখালো তাতে সত্যিই লজ্জা লাগলো। আমি কি তাদের এ সম্মান রাখতে পারবো..তাদের বললাম, আমিই ছিলাম এ পাড়াতে প্রথম এম এ পাস..কষ্টের জীবনে এ সময়ের বাবা-মা’রা তাদের সন্তানদের উচ্চ শিক্ষা দিতে পারেন নি। এখন ঘরে ঘরে লেখাপড়ার বন্যা বইছে। এ প্রজম্মের ছেলেদের উৎসাহ-উদ্দিপনা দেখে সত্যিই মন ভরে গেলো..
সহ-সভাপতি:চট্টগ্রাম প্রেস ক্লাব
সম্পাদক:নিউজচিটাগাং২৪.কম