জাতির পিতার প্রশ্নে ভিন্নতা থাকতে পারে না

0
65

আকবরশাহ থানা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সমাবেশে সিটি মেয়র
জাতির পিতার প্রশ্নে ভিন্নতা থাকতে পারে না
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ভিন্নমত ও পথের বিশ্বাসী হলেও দেশ, জাতি ও জাতির পিতার প্রশ্নে ভিন্নতা থাকতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক মুক্তি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন তার সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা ধীরে ধীরে বাস্তবায়ন করে চলেছেন। মেয়র বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রধানমন্ত্রী তাঁর ভিশন ও রূপকল্প অনুযায়ী বাংলাদেশকে ইতোমধ্যে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নিত করেছে। তিনি বলেন, প্রতিকুলতাকে জয় করে বাংলাদেশ জাতির জনকের আদর্শে এগিয়ে যাচ্ছে। ২৮ আগষ্ট ২০১০৫ খ্রি. শুক্রবার বিকেলে উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আকবরশাহ থানা আওয়ামীলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আকবরশাহ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্যানেল মেয়র ও কাউন্সিলর আলহাজ্ব নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নুরুল আবছার মিয়া, কাজী আলতাফ হোসেন, আমানত উল্লাহ মাষ্টার, নিয়াজ আহমদ, মনির আহমদ ভুঁইয়া, লোকমান আলী, বিরেন্দ্র লাল দে, মোজাফফর হোসেন মাসুম, সাহাবুদ্দিন জাহেদ, ইঞ্জি. তরুন তপন দত্ত, জসিম উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন জুয়েল, এরশাদ মামুন, হাজী আসলাম, মাষ্টার কামাল উদ্দীন, ডা. মোজাম্মেল হক, এ্যাড. আবদুল কাদের, নুরুল ইসলাম, মো. হুমায়ুন, মো. লোকমান, অধ্যক্ষ সোহরাব হোসেন, কামরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।