‘জাতীয় পার্টি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে’

0
84

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের অবস্থা ভাল না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই বর্তমান সরকারের মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টি পদত্যাগ করবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে। সময়মতো এ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজ রংপুরের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে বর্তমান হানাহানি, নৈরাজ্য চলছে। ছাত্রলীগ নিজেদের মধ্যে খোনাখুনিতে ব্যস্ত রয়েছে। প্রাইমারির প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসব দেখে বোঝা যায় দেশের অবস্থা ভাল না। দেশে অশান্তি বিরাজ করছে। বর্তমান সরকারের ব্যর্থতার দায় জাতীয় পার্টি নেবে না। তিনি আরও বলেন, দেশে এখন অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। বিদেশী বিনিয়োগ না বাড়লে দেশ আগামীতে সঙ্কটে পড়বে। ছিটমহল সমস্যার বিষয়ে তিনি ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্বাগত জানিয়ে বলেন, ছিটমহল সমস্যা অচিরেই সমাধান হবে। ছিটমহল বিনিময় হলে বাংলাদেশ ভারত থেকে কিছু জমি পাবে। সেই সঙ্গে ছিটমহলের বাসিন্দারাও ফিরে পাবে তাদের নাগরিক অধিকার। তিনি তিস্তা নদী নিয়ে চুক্তি করার জন্য মমতার প্রতি আহ্বান জানান। এরশাদ বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি এ দু’দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ চায় পরিবর্তন। এ পরিবর্তন আনতে জাতীয় পার্টি প্রস্তুত। যে কোন সময়ে নির্বাচন হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তত রয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল মাস্টার, সদস্য সচিব আসিফ শাহরিয়া, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহমেদ প্রমুখ।