জাতীয় শোক দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

0
107
নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‍্যালী, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে শোক র‍্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারোও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। শোক র‍্যালীতে সরকারি কর্মকর্তা, আ’লীগ,   অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, মুুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, আইন শৃংখলা বাহিনীর সদস্য, সাংবাদিক, স্কাউটসের সদস্য এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। র‍্যালী শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের জনগন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাইছার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য  রাখেন কাপ্তাই থানার ওসি মোঃ নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ। আলোচনার শুরুতে ১৫ আগস্টের কালো রাত্রিতে জাতির পিতা সহ শাহাদাত বরনকারি শহীদ এবং দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ সোলাইমান। সবশেষে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।