জাতীয় হিন্দু মহাজোট’র ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
87

প্রেস বিজ্ঞপ্তি::আজ ১৭ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টেশ্বরী মাতৃমন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার উদ্যোগে সংগঠনেজাতীয় হিন্দু মহাজোট’র ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সকালে মাতৃমন্দিরে পুজার মাধ্যমে মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তীতে শ্রীমদ্ভগবত গীতা পাঠ, গীতা পুষ্পযজ্ঞ,নাম কীর্ত্তনের মাধ্যমে ধর্মীয় আবেশের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এতে পৌরহিত্য করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক শ্রী রিপম দাশ শেখর, রাজেশ চক্রবর্তী, বিজয় মিত্র, শ্রীমদ্ভগবত গীতা পাঠ করেন মিন্টু মিত্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব এডভোকেট শ্রী সুদীপ্ত বিশ্বাস, অধ্যাপক ঋতেন দাশ, শ্যামল দাশ রানা, প্রণব দত্ত, শ্যামল নাথ, দেবব্রত নাথ, রিপন দাশ। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আহ্বায়ক রিপম দাশ সংক্ষিপ্ত বক্তব্যে উগ্র মৌলবাদের শিকার হিন্দুদের দেশ ত্যাগে বাধ্য করার ব্যপারে উদ্বিগ্ন প্রকাশ করেন। শেষে মিষ্টি বিতরনের আনুষ্ঠানিকতা শেষ হয়।