জানুয়ারি থেকে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট বাধ্যতামূলক

0
71

২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকে রাস্তায় যানবাহন চলাচল করতে হলে ডিজিটাল নম্বরপ্লেট (রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট) এবং আরএফআইডি ট্যাগ লাগবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা সংগ্রহ করতে হবে। নম্বরপ্লেট ছাড়া দেশের কোথাও যানবাহন
নম্বরপ্লেট
চলাচল করতে দেওয়া হবে না। যানবাহন চলাচলে এসব নম্বরপ্লেট সংগ্রহ করা বাধ্যতামূলক করে বুধবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আজই এ বিষয়ে আমরা প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছি।’

তিনি বলেন, বিআরটিএ যেসব যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করে, তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে। আগামী পয়লা জানুয়ারি থেকে এসব নম্বরপ্লেট ছাড়া দেশের কোথাও একটি যানবাহনও চলাচল

করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএকে নির্দেশ দেন তিনি।