জাহাজে ভাসতে ভাসতে নদীতে এক স্কুলছাত্র নিখোঁজ

0
89

রামু প্রতিনিধি :
%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%9c-%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে ডুবে সুপন বড়–য়া টাবু (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বেলা ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সুপন বড়–য়া টাবু রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শেনীর ছাত্র। সে রামু উত্তর শ্রীকুল গ্রামের মৃত সুখেন্দ্র বড়ুয়া প্রকাশ বাডুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে বাঁকখালীতে জাহাজ ভাসা উৎসবে যায় সুপন বড়ুয়া টাবু। সে জাহাজে উঠে। জাহাজে ভাসতে ভাসতে এক পর্যায়ে ২টার দিকে তারা কয়েকজন মিলে পানিতে লাফ দেয়। তখনি ঘটে অঘটন। অন্যরা উঠে আসলেও সুপন আর পানি থেকে উঠতে পারেনি। ঘটনার পর পর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সুপনকে উদ্ধার করতে পারেনি।
এদিকে কক্সবাজারের ফায়ার সার্ভিসের ডুবুরী দল, পুলিশ ও স্থানীয় লোকজন নিখোঁজ সুপন বড়–য়াকে উদ্ধারে বাঁকখালীতে তৎপরতা চালাচ্ছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নদীতে নিখোঁজ ছাত্রের খোঁজ মেলেনি।
এ ব্যাপারে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, ঘটনাটি মর্মান্তিক। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও কক্সবাজারের ফায়ার সার্ভিসের ডুবুরিদলের সদস্যরা নিখোঁজ ছাত্রকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম থেকে ডুবুরী দল আনা হচ্ছে।