জিইসির কেন্ডিতে পচা মাংস দিয়ে ইফতার

0
110

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার জনপ্রিয় রেস্টুরেন্ট কেন্ডিকে পচা মাংস দিয়ে ইফতার তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও শান্তা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বলেন, ওই রেস্টুরেন্টের জনপ্রিয়তা দেখে মঙ্গলবার আমি নিজেই এখান থেকে ইফতার কিনেছি। কিন্তু খাবারের মান যাচাই করতে গিয়ে রেস্তোরাঁর ডিপ ফ্রিজে ১০ কেজি পচা মাংস পাওয়া যায়। মংসগুলোর মধ্যে গরুর ফেলে দেয়া অংশ যেমন লেজ, গোড়ালি ও চোয়াল রয়েছে।

তিনি বলেন, মাংসগুলো দিয়ে তারা কিমা, বিরানিসহ নানা ধরনের আইটেম তৈরি করে থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এসব অপরাধে কেন্ডি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।