জিপিএ ফাইভ নয়, জানার জন্য পড়ো: জাফর ইকবাল

0
102

বছর শেষের প্রচন্ড শীতেও চট্টগ্রামে পড়ছে টিপটিপ বৃষ্টি। আর বৃষ্টি বড্ড ভালবাসেন তিনি।ভালবাসেন তার ক্ষুদে ভক্তদেরও।

তাই প্রিয় ভক্তদের কথা রেখে আবারও চট্টগ্রাম আসলেন সবার প্রিয় ড.জাফর ইকবাল।

গ্রন্থবিপনী বাতিঘরের ১০বছর পূর্তি উপলক্ষে পাঠকের মুখোমুখি শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকেলে সপরিবারে চট্টগ্রাম আসেন ড.মুহম্মদ জাফর ইকবাল।
জাফর ইকবাল
চট্টগ্রামের ড.খাস্তগীর স্কুলের মাঠে এ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আদনান মান্নানের সঞ্চালনায় স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্রের আবৃত্তির পরই স্টেজে উঠেন জাফর ইকবাল।

স্টেজে উঠে তিনি বলেন, এই টিপটিপ বৃষ্টি আমার খুব ভাল লাগে।তবে আরও ভাল লাগতো যদি মুষলধারে বৃষ্টি পড়তো।

ক্ষুদে ভক্তদের তিনি বললেন, আমি যেদিন এদিনটা নিয়ে লিখবো সেদিন লিখবো আমরা টিপটিপ নয়,মুষলধারা বৃষ্টির মধ্যে বসেছিলাম।বাংলাদেশের বৃষ্টির মত সুন্দর দৃশ্য পৃথিবীর আর কোথাও নেই।

তিনি ক্ষুদে ভক্তদের উদ্দেশ্যে বলেন,আমাদের সবার মাথায় ১ দশমিক ৩ কেজির একটা মষ্তিষ্ক আছে।এই ব্রেইন নিয়ে খুশি থাকলে হবেনা।একে ব্যবহার করতে হবে,বদলাতে হবে,শক্তিশালী করতে হবে।