‘জীবনের ঝুঁকি নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন আলোকচিত্রীরা’

0
57

আলোকচিত্র সাংবাদিকেরা প্রতিকূল পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিক অব রুয়ান্ডার অনারারি কনসাল পিএইচপি পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী বলেন, সমাজের যত অসংগতি, অনিয়ম আর দুর্নীতি সবই তুলে ধরছেন আলোকচিত্র সাংবাদিকেরা। অশুভ শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে কঠিন এ দায়িত্ব পালনকালে অনেক সময় জীবনের ঝুঁকি নিতে হচ্ছে তাদের। তাদের ছবিতে উঠে আসে বাস্তব চিত্র।

তিনি বলেন, বাংলাদেশের যে উন্নয়ন, অগ্রগতি হয়েছে তা-ও আলোকচিত্রের মাধ্যমে দেশ-বিদেশে উপস্থাপন করতে হবে।ব্রান্ডিং বাংলাদেশের অ্যাম্বাসাডর হিসেবে একেক জন আলোকচিত্রীকে ভূমিকা রাখতে হবে।

অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনজুর কাদের মঞ্জু, সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক আলতাফ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা আলী রুয়ান্ডার অনারারি কনসালকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পিএইচপি’র উদ্ধতন কর্মকর্তাবৃন্দ ও প্রমূখ।