জেএসসি ও জেডিসির বুধবারের পরীক্ষাও পেছানো হয়েছে

0
98

বিরোধী দলের টানা হরতালের কারণে জেএসসি ও জেডিসির বুধবারের পরীক্ষাও পেছানো হয়েছে। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জাননো হয়।জেএসসি

এতে বলা হয়, অনিবার্য কারণে আগামী ১৩ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়সমূহের তারিখ ও সময় নতুন করে ঘোষণা হয়েছে। বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে তা জানানো হয়েছে।

নতুনভাবে ঘোষিত সময়সূচিতে জেএসসি’র ১৩ নভেম্বরের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়টি আগামী ২২ নভেম্বর শুক্রবার বিকাল ২:৩০টায় এবং জেডিসি’র বাংলা ২য় পত্র ২৩ নভেম্বর শনিবার বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন জোট ১০ থেকে ১২ নভেম্বর হরতালের পর বুধবারও হরতাল ডাকায় সূচি পুনঃনির্ধারণের এই সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান।

এর আগে রোববার থেকে সোমবারের পরীক্ষার নতুন তারিখ শনিবার সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ নিয়ে জেএসসি ও জেডিসিতে তিন দফায় ছয় দিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হলো।