জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান

0
139

আজ ১৫ নভেম্বর বৃহষ্পতিবার সকালে তাবলীগ জামাত বাংলাদেশ চট্টগ্রামের উদ্যেগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কেন্দ্রীয় মারকাজ মালওয়ালী মসজিদ কাকরাইলের মূল ধারার তাবলীগ এর আহলে শূরা ও ফয়সাল হযরত মাওলানা মোশাররফ হোসেন স্বাক্ষরিত একটি স্মারকলিপি চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে চট্টগ্রাম তাবলীগ মারকাজের আহলে শূরার পক্ষে উপস্থিত ছিলেন, আলহাজ¦ আবদুল হালিম, আলহাজ¦ আবুল কালাম আজাদ, সাংবাদিক আলহাজ¦ মঈনুদ্দিন কাদেরী শওকত, ডাঃ মোঃ মইন উদ্দিন ও শওকত সিদ্দিকী প্রমুখ নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়, তাবলীগ জামাতের মূল ধারার অনুসারী নিজামুদ্দীন বিশ^ মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী, ইনশাল্লাহ্ আগামী টঙ্গি বিশ^ ইজতেমা ২০১৯ সালের জানুয়ারী ১১,১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত হবে এবং তাবলীগের নিবেদিত প্রান ৩ চিল্লার সাথীদের ৫ দিনের জোড় আগামী ৩০ নভেম্বর’১৮ হতে ০৪ ডিসেম্বর’ ১৮ পর্যন্ত টঙ্গির বিশ^ ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে। কিন্তু দূর্ভাগ্যের বিষয়, তাবলীগের মূল ধারা থেকে বিচ্যুত বিভ্রান্তি সৃষ্টিকারী একটি মহল বিশ^ ইজতেমা ময়দানে জোড় ও ইজতেমা করতে বাধা দিচ্ছে, অথচ টঙ্গির ময়দান, নিজামুদ্দীন বিশ^ মারকাজের নির্দেশনায় পরিচালিত বিশ^ ইজতেমার জন্যই বরাদ্দকৃত। নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।পরে চট্টগ্রামের তবলীগ জামাত নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন এর সাথে মত বিনিময় করেন এবং দ্বীনী কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনায় জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।