জেল হত্যা সংগঠিত হয় তখন জিয়াউর রহমান জেলে ছিলেন

0
70

জিয়াউর রহমানকে জড়িয়ে সৈয়দ আশরাফের দেয়া বক্তব্যে দুঃখ পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের সদস্য সচিব মির্জা আব্বাস বলেছেন, ‘যখন জেল হত্যা সংগঠিত হয় তখন জিয়াউর রহমান জেলে ছিলেন। সেই হত্যার জন্য তিনি কীভাবে নির্দেশ দিলেন?’

মঙ্গলবার দুপুরের নয়পল্টনে নগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তিনি সৈয়দ আশরাফের কাছে এ প্রশ্ন রাখেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দীর জনসভা সফল করতে এ যৌথসভার আয়োজন করা হয়।

জেলে হত্যা করা চার নেতাকে এখন জাতির প্রয়োজন ছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘সৈয়দ আশরাফকে সজ্জন ব্যক্তি হিসেবেই জানি, তার মতো একজন নেতা যখন মিথ্যা বক্তব্য দেন তখন দুঃখ লাগে। আওয়ামী লীগের সঙ্গে কথা এবং বক্তব্যে না পারলেও আন্দোলনে পারবো না, তা ঠিক নয়।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব আমন উল্লাহ আমান, বরকতুল্লাহ বুলু, ঢাকা বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, আবু সাঈদ খান খোকন, কাজী আবুল বাশার, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল
সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।