জোয়ারে-জলাবদ্ধতায় চিকিৎসা সেবায় ব্যঘাত !

0
105

হোসেন বাবলাঃ
জোয়ারে জলাবদ্ধতায় চিকিৎসা সেবাই ব্যঘাতজোয়ারে জলাবদ্ধতায় চিকিৎসা সেবায় ব্যঘাত। চট্রগ্রাম মা ও শিশু হাসপাতালে প্রবল জোয়ারে জলাবদ্ধতার শিকার হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা ।

গত কয়েকদিন যাবত মহেষখালের বাধঁ ও ড্রেনেজ ব্যবস্থা দূর্বলতায় সামন্য বৃষ্টি বা নদীর জোয়ারের কারণে হালিশহর,আবিদর পাড়া এবং আগ্রাবাদ সিডিএ সহ নিচু এলাকায় প্রবলভাবে প্লাবিত হয়েছে ।

৮, ৯ জুলাই সকালে,দুপুরে এবং ঈদের পূর্ব ও এভাবে জলযট সৃষ্টি হয়ে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় ব্যঘাত ঘটে বলে পরিচালক-ডাঃ নুরুল হক সংবাদ মাধ্যম কে জানান। সরজমিনে গিয়ে দেখা যায় যে, প্রায় হাটু থেকে কোমড় সমান পানি জমে দৈনিক ৪/৫ঘন্টা চরম দূ(র্ভাগ পড়তে হচ্ছে বলে হাসপাতালের পরিচ্ছন্ন কর্তারা জানান।