ঝামেলা ছাড়াই পুরানো ইমেইল যুক্ত করা যাবে নতুন ইমেইলে

0
102

এখন থেকে ডাউনলোড বা ফরোয়ার্ড করার ঝামেলা ছাড়াই পুরানো ইমেইল যুক্ত করা যাবে নতুন ইমেইলে।

জিমেইলে নতুন ফিচারটি যুক্ত হওয়ায় একইসঙ্গে একাধিক ই-মেইল পাঠানো সম্ভব হবে।

কোনো ব্যক্তিকে একাধিক মেইল পাঠাতে চাইলে প্রথমে নির্দিষ্ট মেইলগুলো নির্বাচন করতে হবে। এরপর সেগুলো ড্র্যাগ করে ওপেন ড্রাফট উইন্ডোতে (কম্পোজে ক্লিক করলে যে পেইজ আসে) ছেড়ে দিতে হবে। এতে নির্বাচিত সবগুলো ইমেইল একসঙ্গে এটাচ হয়ে যাবে।

এছাড়াও, আরেকটি পদ্ধতিতে ইমেইল এটাচ করা যাবে। এ পদ্ধতিতে মেইল এটাচ করতে চাইলে প্রথমে জিমেইল ওপেন করতে হবে। এরপর নির্দিষ্ট সংখ্যক মেইল নির্বাচন করে ৩টি ডট যুক্ত আইকনে (ওভারফ্লো মেনু) ক্লিক করতে হবে। এরপরে ‘Forword as attachment’ অপশনটি বেছে নিলে মেইলগুলো নতুন একটি ওপেন ড্রাফট উইন্ডোতে এটাচ হয়ে যাবে।

একই বিষয় নিয়ে পূর্ব চালাচালি করা মেইলগুলো একসঙ্গে পাঠানোর ক্ষেত্রে সুবিধা দেবে এই ফিচার। ফলে কোন বিষয় নিয়ে কোন ইমেইল পাঠানো হচ্ছে তা আরও সহজে বুঝতে পারবেন জিমেইল ব্যবহারকারীরা।

আজ থেকে ফিচারটির আপডেট পাঠানো শুরু করেছে গুগল। আগামী দুই সপ্তাহের মধ্যে সারা বিশ্বের জিমেইল ব্যবহারকারীদের কাছে ফিচারটি পৌঁছে যাবে।