ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে অভিযান

0
59

ভূমিধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে অভিযান নেমেছে জেলা প্রশাসন।

বুধবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে নগরের একে খান পাহাড় এলাকায় এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন বলেন, ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কায় আগাম সতর্কতার অংশ হিসেবে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৫টি বসতি উচ্ছেদ করা হয়েছে। যাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্যে নগরের বিভিন্ন এলাকায় ৭টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে।

অভিযানে নগরের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মনসুর, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শারমিন আকতার এবং সিএমপির সদস্যরা উপস্থিত রয়েছেন।