টাকা ও রুপি কাছাকাছি

0
109

takaবৃহস্পতিবার ঢাকার মুদ্রাবাজারে রুপি-টাকা বিনিময় হার দাঁড়ায় ১ টাকা ১৮ পয়সা থেকে ১ টাকা ২০ পয়সা। যার অর্থ ১শ’ টাকায় ৮২ রুপি। মার্কিন ডলারের বিপরীতে রুপির দর যতটা কমেছে তার চেয়ে বেশি হারে কমেছে টাকার বিপরীতে। গত এক বছরে ডলারের বিপরীতে রুপির দর কমেছে ১৭ শতাংশ। অন্যদিকে টাকার বিপরীতে কমেছে ২৬ শতাংশ।

গতকাল ভারতের মুদ্রাবাজারে রুপির দর ছিল রেকর্ড সর্বনিম্ন। প্রতি ডলার বিক্রি হয়েছে ৬৫ রুপিরও বেশি দরে। রুপিকে এ মুহূর্তে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা মনে করা হচ্ছে।

মাসখানেকের মধ্যে প্রতি ডলারের বিনিময় হার ৭০ রুপিতে পৌঁছতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছে জার্মানির বিখ্যাত ডয়েচে ব্যাংক। বৈদেশিক মুদ্রার সরবরাহ ঘাটতির কারণে বেশ আগে থেকেই রুপির দর পড়ছিল।

সম্প্রতি বিদেশি বিনিয়োগকারীদের অর্থ তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
গত বছরের আগস্ট মাসে প্রতি ভারতীয় রুপির বিপরীতে টাকার মূল্য ছিল গড়ে ১ টাকা ৬৫ পয়সা। ১শ’ টাকার সমান ৬০ রুপি।টাকা ও রুপি কাছাকাছি