টাঙ্গাইলের বাসাইলে আম চাষে সাফল্য

0
78

আমে সফল তরুণ উদ্যোক্তা শামসুদ্দিনটাঙ্গাইলের বাসাইলে প্রথমবারের মতো আম আবাদ করে আর্থিকভাবে স্বচ্ছল হয়েছেন এক চাষী। শাহাদাত হোসেন নামে ওই আম চাষী তার বাড়ির পাশের তিন একর জমি লিজ নিয়ে আমের বাগান করেন। এবছর তার গাছে আম এসেছে প্রচুর।

বাসাইল উপজেলা সমতল হওয়ায় এতোদিন এ অঞ্চলে আমের আবাদ হতো না। মাটি ও আবহাওয়া যে আম আবাদের উপোযোগী তাও কেউ জানতেন না।

চাষী শাহাদাত হোসেন প্রথম এ অঞ্চলে আমের আবাদ শুরু করেন। এখন প্রায় প্রতিদিনই শাহাদাত হোসেনের আম বাগান দেখতে অসংখ্য মানুষ আসছেন দূর দূরান্ত থেকে।

কৃষক শাহাদাত হোসেন বলেন, তিন একর জায়গায় সাড়ে সাতশ’র মত গাছ লাগিয়েছি। আল্লাহ্ রহমতে এবার ভালো আমের ফলন পেয়েছি।

এলাকার অন্য চাষীরাও আমের আবাদ করতে আগ্রহী। বাসাইলের কৃষকরা বলেন, এবারের ফলন দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আশা করছি আমরাও আমের বাগান করতে পারবো।

বাসাইলের মাটি আম চাষের উপোযোগী। আম চাষে শাহাদাত হোসেনকে সব ধরনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ্ আল ফারুক বলেন, শাহাদাত হোসেন প্রায় তিন একর জায়গায় আগের বাগান করেছেন। আমরা এখন পর্যন্ত তাকে ভালো ফলনের ব্যপারে পরামর্শ দিয়ে যাচ্ছি।