টেকনাফে অপহরনকারী সন্দেহে যুবক আটক

0
43

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।

টেকনাফে অপহরনকারী সন্দেহে কাজল নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ মডেল থানা পুলিশ আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে এক কমিশনারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। সে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার শাহ আলমের ছেলে ওসমান গনি ওরফে কাজল।
জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারী টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সিএনজি চালক মো: আলী হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে ফিরে আসার সময় ওসমান গনি ওরফে কাজলের নেতৃত্বে একদল অপহরনকারী চক্র তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় । অপহরনের ২ দিন পর থেকে মোবাইল ফোনে ৫ লাখ মুক্তিপণ দাবী করে আসছিল। এমনটা দাবী করে আসছে অপহৃতের পরিবার। এছাড়া অপহৃত মো: আলীর পিতা লাল মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, থানায় জিডি, পত্রিকায় সংবাদ প্রচার না করা ও লোকজনকে না জানানোর জন্য অপহরণকারীরা বিভিন্ন সময়ে ফোনের মাধ্যমে হুমকি দিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে ১লা বৈশাখে ওই কাজলকে টেকনাফ থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো: ইউনুছের জিম্মায় ছেড়ে দেয়া হয়। টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জিজ্ঞাসাবাদের জন্য আটক কাজলকে জিম্মায় ছেড়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, তার পিতা লাল মিয়া বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ ডায়রী করে। যার ডায়রী নং-১২৯০/২৮-২-২০১৫ইং।