টেকনাফে অস্ত্র উদ্ধার অভিযানে ৩ রোহিঙ্গা যুবক নিহত

0
106

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অস্ত্র উদ্ধার অভিযানের সময় বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার গভীররাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন এলাকায় আটককৃতদের নিয়ে হাবিবের পাহাড়ে অস্ত্র উদ্ধারে গেলে রোহিঙ্গা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল হতে অস্ত্র ইয়াবা ও বুলেট উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন— বি-ব্লকের এমআরসি নং-৬১৩২৫, শেড নং-১০১৪, রোম নং-৫ এর বাসিন্দা আমির হোছনের ছেলে নুরুল আলম (২৩), এইচ ব্লকের এমআরসি নং-০৫০৪৭, শেড নং-৬০৪১, রোম নং-৪ এর বাসিন্দা ইউনুছের পুত্র মো. জুবাইর (২০) এবং একই ব্লকের এমআরসি নং-১১৭৬১, ৬২৬নং শেডের ৯নং রোমের ইমাম হোসেনের পুত্র হামিদ উল্লাহ (২০)।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে রোহিঙ্গা দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ আহত হয়। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।