টেকনাফে ‘নিউজচিটাগং২৪.কম‘র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
92

চট্টগ্রামের অনলাইন পোর্টাল ‘নিউজ চিটাগং টুয়েন্টিফোর ডটকম’ অনলাইন পত্রিকার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী টেকনাফ উপজেলায় কেক কেটে পালিত হয়েছে অপরদিকে টেকনাফ সাংবাদিক ফোরামের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। নিউজ চিটাগং২৪ ডটকমের টেকনাফ প্রতিনিধি শমসু উদ্দীনের সার্বিক সহযোগীতায় শহীদ আলো কমিউনিটি পার্কে ১২ এপ্রিল বুধবার সকাল ১১টায় কর্মরত সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এতে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের দফতর সম্পাদক কায়সার পারভেজ চৌধুরী, টেকনাফ সাংবাদিক ফোরাম‘র সভাপতি ও দৈনিক মানব জমিনের টেকনাফ প্রতিনিধি আমান উল্লাহ আমান, টেকনাফ সাংবাদিক ফোরাম‘র সাধারন সম্পাদক ও রুপসী গ্রাম টেকনাফ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সুপ্রভাত টেকনাফ প্রতিনিধি জিয়াবুল হক, আমাদের কক্সবাজর প্রতিনিধি মুহাম্মদ জুবাইর, আজকের কক্সবাজার প্রতিনিধি সাদ্দাম হোনাইন, সমুদ্রকন্ঠ টেকনাফ প্রতিনিধি জাফর আলম গুরা, আমাদের কক্সবাজর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আবছার কবির আকাশ, সাগর দেশ প্রতিনিধি জিয়াউল হক জিয়া, দৈনিক রুপসী গ্রাম টেকনাফ শহর প্রতিনিধি নুরুল আলম, বাঁকখালী প্রতিনিধি রাশেদ মাহমুদ রাশেল, ইনানী প্রতিনিধি মোঃ শহিদুল্লাহ, আমাদের রটকনাফ ডটকম এর শহিদুল্লাহ শাহেদ, হাবিব উল্লাহ, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমনা সময়ে দ্রুততার সময়ে সংবাদ পাওয়ার একমাত্র মাধ্যম অনলাইন। আগে যেখানে একটি খবর পেতে ঘন্টার ঘন্টা অপেক্ষা করতে হতো সেখানে অনলাইন যোগে মুহুর্তে দেশ বিদেশের সকল সংবাদ পাওয়া যায়। বক্তারা নিউজ চিটাগং টুয়েন্টিফোর ডটকমের সার্বিক সফলতা কামনা করেন।
এদিকে টেকনাফ সাংবাদিক ফোরামের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ফেরাম‘র সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালায় সদস্য মোঃ শহিদুল্লাহ‘র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুপুর ১২ টায় আলো শপিং কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টেকনাফ প্রেস ক্লাবের দফতর সম্পাদক কায়সার পারভেজ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জাফর আলম গুরা, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জুবাইর, সদস্য রাশেদ মাহমুদ রাশেল জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফোরামের সদস্য সাদ্দাম হোনাইন, আবছার কবির আকাশ, জিয়াউল হক জিয়া, নুরুল আলম, মোঃ শহিদুল্লাহ, শহিদুল্লাহ শাহেদ, হাবিব উল্লাহ, সাইফুল ইসলাম প্রমুখ। সভায় আগামী মাসে বর্নাঢ্য আয়োজনে ফোরামের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের ঘোষনা করা হয়। এছাড়া বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্যাতন, প্রাণ নাশের হুমকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান। জাতির বিবেক কলম সৈনিক কখনো কারো পক্ষে বা বিপক্ষে নয়। নিরপেক্ষভাবে দেশের উন্নয়ন, মানবতার কল্যানে, অসহায় নিপীড়িত মানুষের কথা কলমের ভাষায় তুলে ধরা হচ্ছে সাংবাদিকতা। দালালী ও হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহবান জানান