টেরীবাজার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

0
54

রমজানের শিক্ষায় উদ্ধুদ্ধ হয়ে সততা ও ন্যায় ভিত্তিক সমাজ গঠন করুন
টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজ ২৯মে মঙ্গলবার বিকাল ৫টায় সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হোসাইনের সঞ্চালনায় পবিত্র কোরআনে তেলাওয়াতের মাধ্যমে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন এডিসি জেনারেল মো: হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) হারুন উর রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ এস এম মোস্তাইন হোসেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালী জোন জাহাঙ্গীর আলম, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো: মহসিন, সদরঘাট থানার অফিসার ইনচার্জ মো: নিজাম উদ্দিন, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাতকানিয়া পৌর সভার মেয়র মো: জোবায়ের। সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আলী (সিআইপি), বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি হাজী মুহাম্মদ সাহাব উদ্দিন, শপওনার্স সভাপতি আবুল কাশেম, দোকান মালিক সমিতির কর্তকর্তা, উপদেষ্টা পরিষদ, পৃষ্টপোষক পরিষদ এবং টেরীবাজার এলাকার সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ প্রফেসর ড. সাইয়্যেদ আবু নোমান। প্রধান আলোচক বলেন, বর্তমান সময়ে সমাজে সন্ত্রাস ও মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। রমজানের শিক্ষা হচ্ছে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা এবং তাকওয়া অর্জনের মাধ্যমে জীবনের প্রতিটি স্তরে ন্যায় ও সততার ভিত্তিতে সমাজ পরিচালনা করা। তিনি রমজানের শিক্ষায় উদ্ধুদ্ধ হয়ে তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।