টেলিটকে বিলিয়ন ডলার সৌদি বিনিয়োগে নতুন মাত্রা

0
141

টেলিটকে সৌদির বিলিয়ন ডলার বা সাড়ে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগে চূড়ান্ত পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

এই বিনিয়োগ প্রস্তাব নিয়ে সৌদির বিনিয়োগকারী কোম্পানি ও টেলিটক কয়েক দফা আলোচনা-মূল্যায়নের পর এটি দুই দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ফোরামে এসেছে।

বৃহস্পতিবার শেষ হওয়া সৌদি-বাংলাদেশ যৌথ কমিশনের বৈঠকে টেলিটকের এই বিনিয়োগ প্রস্তাব ওঠে। আর এতে সৌদি আরবের আল-জমিয়াহ গ্রুপ আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

ঢাকায় বুধবার শুরু হওয়া দুই দেশের এই যৌথ কমিশনের বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির শ্রম ও সমাজ উন্নয়নবিষয়ক উপমন্ত্রী মাহির আবদুল রাহমান গাসিম।

অন্যদিকে বাংলাদেশের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে জানান, কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশ টেলিটকে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। যেখানে কেউ বিলিয়ন ডলারের নীচে বিনিয়োগ করতে চায় না।

‘সৌদির আল-জামিয়াহ গ্রুপ টেলিটকের বিনিয়োগের সম্ভাব্যতা ইতোমধ্যে যাচাই করেছে। কয়েকটি ধাপ শেষেই এটি এই পর্যায়ে এসেছে। টেলিটকের ফোরজি, ভোল্টি ও ফাইভজিতে এই বিনিয়োগ ক্ষেত্র’ বলছিলেন তিনি।

মূলত টেলিটকের ফোরজি এবং ফাইভজিতে সৌদি আরবের এই গ্রুপটি বিনিয়োগ করতে চায়।