ট্রেনের দুর্ঘটনায় পড়ার কারণ অনুসন্ধানে কমিটি গঠন

0
49

রোববার দুপুরে এই দুর্ঘটনায়  নিহত হন চারজন। দুর্ঘটনার পর নারায়ণগঞ্জ ছাড়া সারাদেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম জানান, রেলওয়ে প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. আরিফুজ্জামানকে প্রধান করে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান।

দুর্ঘটনার পর দুপুর ২টার দিকে রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামালপুর থেকে ট্রেনটি ঢাকা আসার পথে সোয়া ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির এসআই মো. রাকিবুল ইসলাম জানান, ট্রেনটির পেছনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর গতির কারণে ওই অবস্থায় ট্রেনটি বেশ কিছুটা পথ এগিয়ে গিয়েছিল। এক পর্যায়ে দুটি বগি কাত হয়ে যায়।