ডাবুয়ায় ম্যালেরিয়া রোগ প্রতিরোধে কীটনাশকযুক্ত মশারী বিতরণ

0
63

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের ডাবুয়ায় ম্যালেরিয়া রোগ প্রতিরোধে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয় । সমাজ কল্যান উন্নয়ন সংস্থা স্কাস এর উদ্যোগে ম্যালেরিয়া রোগ প্রতিরোধে এক হাজার পাচঁশত পরিবারের মধ্যে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয় । গতকাল ১৯ ডিসেম্বর বৃহস্বপতিবার সকাল দশটার সময় রাউজানের ডাবুয়া হাসান চৌধুরীর বাড়ীস্থ চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীর বাসভবণে চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মশারী ুিবতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন খান, । সমাজ কল্যান উন্নয়ন সংস্থা স্কাস এর উপজেলা ম্যানেজার রাজু আহম্মদ, আওয়ামী লীগ নেতা সাহাবুউদ্দিন চৌধুরী। ডাবুয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে একহাজার পাচঁশত পরিবারের মধ্যে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করেন ।