ডাস্টবিন মুক্ত শহর গড়ার কার্যক্রমকে স্বাগত জানাল বাকলিয়া বহুমুখি সমাজ উন্নয়ন সংগ্রাম কমিটি

0
53

৫ নভেম্বর ২০১৭ খ্রি. রবিবার দুপুরে নগরভবনে মেয়র দপ্তরে নগরীর ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বহুমুখি সমাজ উন্নয়ন সংগ্রাম কমিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত এবং মতবিনিময় করেন। মতবিনিময়কালে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পরিবেশবান্ধব স্বাস্থ্য সম্মত বিশ্বমানের নগরী গড়ার লক্ষ্যে ডাষ্টবিনমুক্ত শহর গড়ার কার্যক্রম শুরু করা হয়েছে। সে লক্ষ্যে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারন কার্যক্রম চলমান আছে। তিনি যত্রতত্র, যখন তখন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহবান জানান। মেয়র বিকেল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সুনির্দ্দিষ্ট জায়গায় এবং পরিচ্ছন্ন কর্মীর নিকট আবর্জনা হস্তান্তর করার সময় বেধে দেয়া হয়েছে। এসময়ের মধ্যে ময়লা আবর্জনা বর্জ্য সংগ্রহকারীদের দেয়ার অনুরোধ জানান নগরবাসীকে। ডাস্টবিনমুক্ত নগরী গড়ার কর্মসূচির অধিনে নগরীর ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড এর বাদামতলী ডাষ্টবিন তুলে দেয়া হয়েছে। মতবিনিময়ে নগরীর ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বহুমুখি সমাজ উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক জনাব নুরুল আলম মিয়া, সদস্য সচিব এম শওকত খান মেয়রের ডাস্টবিনমুক্ত পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত, বিশ্বমানের নগরী গড়ার পরিকল্পনাকে স্বাগত জানান। তারা মেয়রের সেবাধর্মী সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। এসময় অন্যদের মধ্যে সৈযদ আবদুল কাদের, মো. সাইফুল ইসলাম, মো. শরিফ হোসেন, মো. রাশেদ, মো. রসেল, মো. রাশেদ রেজা ও সাইফুল কাদের রুমি সহ বহমুখি সমাজ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।