‘‘ডা.ফজলুল আমীনের জীবন চরিত অনুসরণ-অনুকরণ করার আহ্বান’’

0
88

ফজলুল আমীনচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পৃথিবীতে অমর হয়ে থাকার জন্য জীবনকালেই অবদান রাখতে হয়। ডা. ফজলুল আমীন শিক্ষা বিস্তার, সমাজ ও মানবতার কল্যাণে বিরল অবদান রেখে গেছেন বলেই তিনি অমর হয়ে আছেন। তিনি বলেন, ডা. ফজলুল আমীন এর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্তমানবতার সেবা’র জন্য তাঁর সুসন্তান রেখে গেছেন বলেই সমাজ, দেশ ও জাতি উপকৃত হচ্ছে। মেয়র বলেন, অনেক বিত্তশালী, সমাজপতি রয়েছেন যাদের চিত্তের প্রসারতা না থাকায় অমরত্ব লাভ করতে পারছে না। তিনি মানবতার সেবক ডা. মরহুম ফজলুল আমীনের জীবন চরিত অনুসরন ও অনুকরনের আহবান জানান। অনুষ্ঠানে সিটি মেয়র ডা. ফজলুল হাজেরা ডিগ্রী কলেজে যাতায়াতের সড়কটি সিটি কর্পোরেশনের অর্থায়নে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। উত্তর কাট্টলীর প্রখ্যাত চিকিৎসক পি.এইচ আমীন একাডেমী ও ডা. ফজলুল হাজেরা কলেজের প্রতিষ্ঠাতা মানবতার সেবক ডা.ফজলুল আমীনের ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১০ মার্চ বৃহষ্পতিবার দুপুরে ডা. ফজলুল হাজেরা ডিগ্রী কলেজ চত্বরে অত্র কলেজ কর্তৃপক্ষ আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। স্মরন সভায় সভাপতিত্ব করেন ডা. ফজলুল হাজেরা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. আসলাম হোসেন। অত্র কলেজের ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক মনোজ কুমার দেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. শাহ আলম। আলোচনা করেন মরহুম ডা.ফজলুল আমীন এর পুত্র ডা. মো. আরিফুল আমিন, কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, কাউন্সিরর আবুল হাসেম, কাউন্সিলর এস এম এরশাদ উল্ল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আবুল কালাম মোহাম্মদ সামশুদ্দিন। স্মরন সভায় ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, মরহুম ডা. ফজলুল আমীনের সুযোগ্য পুত্র মো. এরশাদুল আমীন, কলেজ গভর্নিং বডি’র সদস্য ইউসুফ তালুকদার, মুজিবুল আলম চৌধুরী, মিসেস ফেরদৌস তাহের ও কলেজ বাস্তবায়ন পরিষদ সদস্য সামশুদ্দৌলা চৌধুরী সহ অন্যরা বক্তব্য রাখেন।