ডিএসইতে সূচক ও লেনদেন বাড়লেও, সিএসইতে দুটোই কমেছে

0
60
সূচকের নিম্নগতির মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবারের লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে

সপ্তাহের শেষ দিনে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচক ও লেনদেন বাড়লেও, সিএসইতে দুটোই কমেছে ।
বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০০ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয় প্রায় ৪১৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৫৮ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকা কমে ৩২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ১৪ পয়েন্ট কমে ৯ হাজার ২০৮ পয়েন্ট হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৪টির দাম বেড়েছে, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট কমে এক হাজার ৬৯০ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমে ৫০ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৪৬২ কোটি টাকা।

গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমে ১১ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৫০৭ কোটি টাকা।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৩৭৩ কোটি টাকা।